ইপেপার । আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ঝিনাইদহে মাত্র ৭শ টাকা চুরির অপবাদে কিশোর নির্যাতনের ঘটনায় মামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০১৬
  • / ৩৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাত্র ৭শ’ টাকা চুরির অপবাদ দিয়ে ঝিনাইদহে পিয়াস নামে এক কিশোরকে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনকারী দোকান মালিক তিজারত হোসেন পলাতক রয়েছেন। গতকাল বিকেলে কিশোর পিয়াসের খালু বাদী ৩ জনকে আসামি করে থানায় মামলা করেছে। আহত কিশোর পিয়াসকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের সুলতান মার্কেটে অবস্থিত তিজারত ইলেকট্রনিক্সের দোকান থেকে ৭শ’ টাকা চুরির অভিযোগ এনে পিয়াসকে মারপিট করে দোকান মালিক। এ সময় হাতুড়ি, কাঠের বাটাম ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে রক্তাক্ত করা হয়। এরপর রাত ১২টার দিকে পিয়াসকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, কিশোর নির্যাতনের ঘটনায় তার খালু রুস্তম আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার নং-২৯। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে মাত্র ৭শ টাকা চুরির অপবাদে কিশোর নির্যাতনের ঘটনায় মামলা

আপলোড টাইম : ০৬:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০১৬

নিজস্ব প্রতিবেদক: মাত্র ৭শ’ টাকা চুরির অপবাদ দিয়ে ঝিনাইদহে পিয়াস নামে এক কিশোরকে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনকারী দোকান মালিক তিজারত হোসেন পলাতক রয়েছেন। গতকাল বিকেলে কিশোর পিয়াসের খালু বাদী ৩ জনকে আসামি করে থানায় মামলা করেছে। আহত কিশোর পিয়াসকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের সুলতান মার্কেটে অবস্থিত তিজারত ইলেকট্রনিক্সের দোকান থেকে ৭শ’ টাকা চুরির অভিযোগ এনে পিয়াসকে মারপিট করে দোকান মালিক। এ সময় হাতুড়ি, কাঠের বাটাম ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে রক্তাক্ত করা হয়। এরপর রাত ১২টার দিকে পিয়াসকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, কিশোর নির্যাতনের ঘটনায় তার খালু রুস্তম আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার নং-২৯। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।