ইপেপার । আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

জীবননগরে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় : গ্রাহকরা চরম দুর্ভোগের শিকার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৩২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • / ৪৭১ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগরে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ লেখা থাকলেও এখনও পর্যন্ত ডিজিটালের ছোয়া পড়েনি এই সেন্টারে অবহেলা আর অবক্ষয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে এ টেলিফোন এক্সচেঞ্জ। জানা গেছে, গত ২৪ মার্চ থেকে জীবননগর শহরে টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে একাধীকবার গ্রাহকরা অফিসে অভিযোগ দিলেও এখনও পর্যন্ত হয়নি কোন সুরহা। যার ফলে সাধারন গ্রাহকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। যেখানে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসাবে গড়ে তোলার জন্য নিরলশ ভাবে কাজ করছেন। তখনি এক শ্রেনীর ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য আর দায়িত্ব অবহেলার কারনে সমস্থ উন্নয়ন মুলক কাজ থেকে পিছিয়ে পড়ছে। এব্যপারে জীবননগর শহরে একাধীক টেলিফোন গ্রাহকের সাথে কথা বললে তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ এক সপ্তাহের ও বেশি টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে রয়েছে আমরা দুরের আত্বীয় স্বজন এমনকি ব্যবসায়ীক কোন কাজেই যোগাযোগ করতে পারছিনা এ বিষয়টি আমরা একাধীক বার টেলিফোন এক্সচেঞ্জ অফিসে অভিযোগ দিলেও এখন ও পর্যন্ত লাইন ঠিক করতে আসেনি। তারা আরও বলেন, দেশে একটি সরকারী প্রতিষ্ঠান টেলিফোন এক্্রচেঞ্জ এটি এক সপ্তাহ যাবৎ অকেজো হয়ে পড়ে আছে এ বিষয়টি নিয়ে কোন কর্মকর্তা কর্ণপাত করছে না অথচ বে-সরকারী যে সমস্থ মোবাইল ফোন কোম্পানীগুলো আছে সেগুলো যদি এক ঘন্টা লাইন বন্ধ থাকে তা হলে সে সমস্থ কোম্পানীগুলোর বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহন করে থাকে। অথচ সরকারী প্রতিষ্ঠানটি এত অবহেলা আর অবক্ষয়ে চলছে এটির বিষয়ে কারও কোন মাথাব্যথা নেই। এভাবে যদি চলতে থাকে তাহলে এক দিন হয়ত টেলিফোন এক্্রচেঞ্জ কালের বিবর্তনে হারিয়ে যাবে । এ ব্যাপারে জীবননগর ডিজিটাল টেলিফোন এক্্রচেঞ্জের উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলামের সাথে কথা বললে তিনি দৈনিক সময়ের সমীকরণকে বলেন, জীবননগর শহরে এক সপ্তাহেরও বেশি টেলিফোন লাইন নেই এটি মাইক্্েরা লিংকের সমস্যার কারনে হচ্ছে এটি শুধু মাত্র জীবননগর শহরেই নয় দামুড়হুদা ও চুয়াডাঙ্গাতেও এই সমস্য দেখা দিয়েছে । এটি ঠিক করার জন্য চেষ্ঠা করা হচ্ছে ।তা ছাড়া এ বিষয়টি আমি উদ্ধতর্ন কর্মকর্তাকে জানিয়েছি তবে আশা করি খুব শিঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে এলাকাবাসী সহ সুশীল সমাজের সকলে জীবননগর টেলিফোন সংযোগ সংস্কার করার জন্য উদ্ধতর্ন কতৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় : গ্রাহকরা চরম দুর্ভোগের শিকার

আপলোড টাইম : ০৩:৩২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭

জীবননগর অফিস: জীবননগরে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ লেখা থাকলেও এখনও পর্যন্ত ডিজিটালের ছোয়া পড়েনি এই সেন্টারে অবহেলা আর অবক্ষয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে এ টেলিফোন এক্সচেঞ্জ। জানা গেছে, গত ২৪ মার্চ থেকে জীবননগর শহরে টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে একাধীকবার গ্রাহকরা অফিসে অভিযোগ দিলেও এখনও পর্যন্ত হয়নি কোন সুরহা। যার ফলে সাধারন গ্রাহকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। যেখানে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসাবে গড়ে তোলার জন্য নিরলশ ভাবে কাজ করছেন। তখনি এক শ্রেনীর ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য আর দায়িত্ব অবহেলার কারনে সমস্থ উন্নয়ন মুলক কাজ থেকে পিছিয়ে পড়ছে। এব্যপারে জীবননগর শহরে একাধীক টেলিফোন গ্রাহকের সাথে কথা বললে তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ এক সপ্তাহের ও বেশি টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে রয়েছে আমরা দুরের আত্বীয় স্বজন এমনকি ব্যবসায়ীক কোন কাজেই যোগাযোগ করতে পারছিনা এ বিষয়টি আমরা একাধীক বার টেলিফোন এক্সচেঞ্জ অফিসে অভিযোগ দিলেও এখন ও পর্যন্ত লাইন ঠিক করতে আসেনি। তারা আরও বলেন, দেশে একটি সরকারী প্রতিষ্ঠান টেলিফোন এক্্রচেঞ্জ এটি এক সপ্তাহ যাবৎ অকেজো হয়ে পড়ে আছে এ বিষয়টি নিয়ে কোন কর্মকর্তা কর্ণপাত করছে না অথচ বে-সরকারী যে সমস্থ মোবাইল ফোন কোম্পানীগুলো আছে সেগুলো যদি এক ঘন্টা লাইন বন্ধ থাকে তা হলে সে সমস্থ কোম্পানীগুলোর বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহন করে থাকে। অথচ সরকারী প্রতিষ্ঠানটি এত অবহেলা আর অবক্ষয়ে চলছে এটির বিষয়ে কারও কোন মাথাব্যথা নেই। এভাবে যদি চলতে থাকে তাহলে এক দিন হয়ত টেলিফোন এক্্রচেঞ্জ কালের বিবর্তনে হারিয়ে যাবে । এ ব্যাপারে জীবননগর ডিজিটাল টেলিফোন এক্্রচেঞ্জের উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলামের সাথে কথা বললে তিনি দৈনিক সময়ের সমীকরণকে বলেন, জীবননগর শহরে এক সপ্তাহেরও বেশি টেলিফোন লাইন নেই এটি মাইক্্েরা লিংকের সমস্যার কারনে হচ্ছে এটি শুধু মাত্র জীবননগর শহরেই নয় দামুড়হুদা ও চুয়াডাঙ্গাতেও এই সমস্য দেখা দিয়েছে । এটি ঠিক করার জন্য চেষ্ঠা করা হচ্ছে ।তা ছাড়া এ বিষয়টি আমি উদ্ধতর্ন কর্মকর্তাকে জানিয়েছি তবে আশা করি খুব শিঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে এলাকাবাসী সহ সুশীল সমাজের সকলে জীবননগর টেলিফোন সংযোগ সংস্কার করার জন্য উদ্ধতর্ন কতৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন।