চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনকে বিদায়ী সংবর্ধনা
- আপলোড টাইম : ০৫:০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০১৭
- / ৬১০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনকে বিদায় সম্ব^র্ধনা দিয়েছে জেলা পুলিশ। গতকাল রোববার চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স হলরুমে এ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, ব্যাংক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (প্রবি)।
এদিকে, গতকাল সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন রাজশাহীর উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ছেড়েছেন। সন্ধ্যায় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। রাজশাহী থেকে তিনি নতুন কর্মস্থল ঢাকায় যাবেন। তাকে বিদায় জানাতে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে স্থানীয় রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ হাজির হয়।