মেহেরপুর পৌরসভা নির্বাচনে স্থগিত দুটি ভোট কেন্দ্রের বিষয়ে বিএনপির সংবাদ সম্মেলন
- আপলোড টাইম : ০৪:৫০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০১৭
- / ৪০০ বার পড়া হয়েছে
মেহেরপুর পৌরসভা নির্বাচনে স্থগিত দুটি ভোট কেন্দ্রের বিষয়ে বিএনপির সংবাদ সম্মেলন
সুষ্ঠু পরিবেশে পুনরায় ভোট গ্রহণ ও ব্যালট ছিনতাইকারিদের গ্রেফতারের দাবি
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পৌরসভা নির্বাচনে স্থগিত দুটি ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে পুনরায় ভোট গ্রহণ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল রবিবার দুপুরে মেহেরপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদসম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন। লিখিত বক্তব্যে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন সাত দফা দাবি তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ ও জেলার কমর্রত বিভিন্ন মিডিয়ার সম্মআনিত সাংবাদিকবৃন্দ। প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে তাতে সিল মেরে বাক্সে ঢোকানের অভিযোগে মেহেরপুর উচ্চ বালক বিদ্যালয়ের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন রিটার্নিং অফিসার। বাকি ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রার্থীর চেয়ে ১হাজার ৩৬৮ ভোটে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী।