ইপেপার । আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

মেহেরপুরে মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার : আটক ১

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
  • / ৪৭৮ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের দিঘির পাড়ার মাঠ থেকে সোহাগী খাতুন (৫৫) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার কলাক্ষেত থেকে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে রহস্য এখনো উদঘাটন হয়নি। নিহত সোহাগী খাতুন দিঘিরপাড়া গ্রামের রেজাউল হকের স্ত্রী। দুপুরের দিকে ওই মাঠে তিনি ছাগল চরাতে গিয়ে ছিলেন। নিহতের ছেলে সাইদুল ইসলাম জানান, বেলা এগারটার দিকে একটি ছাগল নিয়ে মাঠে যান। বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে ওই মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, দিঘির পাড়া মাঠের একটি কলাক্ষেতে কলার গাছ ও পাতা দিয়ে মরদেহ ঢাকা ছিল। দিনের কোন এক সময় তাকে হত্যা করে লুকিয়ে রাখা হয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্নি রয়েছে। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত নয় পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে রাতেই দিঘিরপাড়া গ্রাম থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করেনি। মাঠে ছাগল চরাণোর সময় কারো ক্ষেতের ফসল খাওয়া কেন্দ্র করে সোহাগীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও ধারণা করছেন নিহতের পরিবার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার : আটক ১

আপলোড টাইম : ০৫:৩০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের দিঘির পাড়ার মাঠ থেকে সোহাগী খাতুন (৫৫) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার কলাক্ষেত থেকে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে রহস্য এখনো উদঘাটন হয়নি। নিহত সোহাগী খাতুন দিঘিরপাড়া গ্রামের রেজাউল হকের স্ত্রী। দুপুরের দিকে ওই মাঠে তিনি ছাগল চরাতে গিয়ে ছিলেন। নিহতের ছেলে সাইদুল ইসলাম জানান, বেলা এগারটার দিকে একটি ছাগল নিয়ে মাঠে যান। বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে ওই মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, দিঘির পাড়া মাঠের একটি কলাক্ষেতে কলার গাছ ও পাতা দিয়ে মরদেহ ঢাকা ছিল। দিনের কোন এক সময় তাকে হত্যা করে লুকিয়ে রাখা হয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্নি রয়েছে। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত নয় পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে রাতেই দিঘিরপাড়া গ্রাম থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করেনি। মাঠে ছাগল চরাণোর সময় কারো ক্ষেতের ফসল খাওয়া কেন্দ্র করে সোহাগীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও ধারণা করছেন নিহতের পরিবার।