বয়স্ক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা
- আপলোড টাইম : ০৪:১৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
- / ৪২২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের উদ্যোগে
বয়স্ক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগার কতৃক পরিচালিত মহিলা গণশিক্ষা কার্যকমের ২য় পর্বের শিক্ষার্থীদের সঙ্গে এক সৌজন্য মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার। তিনি বললেন সমাজের পিছিয়ে থাকা নারীদেরকে অক্ষর দান করার উদ্দেশেই এই কার্যকমের মুল লক্ষ্য। প্রথম ব্যাচে ৩০জন বয়স্ক মহিলাকে স্বাক্ষর জ্ঞানসহ চিঠি লেখা ও বইপড়াসহ পত্রিকা পড়ানো শেখানো হয়েছে। ২য় ব্যাচেও ৩০জন শিক্ষার্থীকে বিনামুল্যে বই খাতা পেন্সিল প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমারী ইউনিয়নের সাবেক মেম্বার আলমডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। অপর অংশের সভাপতি বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, চুয়াডাঙ্গা জনশিক্ষা বিভাগের কর্মকতা শহিদুল ইসলাম, সাংবাদিক রহিদুল ইসলাম। শিক্ষিকা তসলিমা খাতুনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মৌসুমী আক্তার সাথী, রুমানা আক্তার মোহনা, শেফালী খাতুন, জোছনা খাতুন, পারভীনা, রুপালী, সুন্দরী আলী প্রমূখ।