বার্ষিক বনভোজন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান
- আপলোড টাইম : ০৪:১৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
- / ৪৬৯ বার পড়া হয়েছে
দর্শনা কেরুজ সূর্যসেন শ্রমজীবি সংগঠনের পক্ষ থেকে
বার্ষিক বনভোজন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান
দর্শনা অফিস: দর্শনা কেরু সূর্যসেনা শ্রমিক সংগঠনের আয়োজনে বার্ষিক বনভোজন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীকে সূর্যসেনা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ট্রফি তুলে দেন সূর্যসেনা সংগঠনের প্রধান হাফিজুল ইসলাম। গতকাল সকাল ১১টায় দর্শনা কেরু প্রাথমিক বিদ্যালয় কক্ষে বার্ষিক বনভোজন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূর্যসেনা সংগঠনের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী। তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি আগামীতে শ্রমিকদের ন্যায় সংগত দাবী আদায়ে কাজ করতে চাই। আমার সকল শ্রমিক ভাইদের পাশে থেকে বিশেষ করে আমার সংগঠনের পাশাপশি সূর্যসেনা সংগঠনের সকল সদস্যকে আজ থেকে সকল সুযোগ সুবিধা সমান ভাবে ভাগ করে দেবো। তারা আমার পাশে থাকলে আমি তাদের ন্যার্য দাবী আদায় করতে সব সময় সচেষ্ট থাকব বলে তিনি প্রতিশ্রুতি দেন। এদিকে সূর্যসেনা সংগঠনের প্রধান হাফিজুল ইসলাম বলেন, গত নির্বাচনে আমার সংগঠন তৈয়ব সংগঠনের সাথে এক জোট হয়ে নির্বাচনে অংশ নেয়। এ কারণে অনেকেই ছি ছি করেছেন এটা একটা পলিটিকস। তৈয়ব সংগঠনে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আমাদের সঠিক সিদ্ধান্ত ছিলো। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আগামী দুইটি নির্বাচনে আমরা তৈয়ব আলীর সাথে থেকে তাকে উইনিয়ার করতে চাই। শ্রমিকদের প্রয়োজনে এবং তাদের ন্যায় সংগত দাবী অদায় করতে হবে। আর এ দাবী আদায় করতে ম্যানেজমেন্টকে ছার দেওয়ার প্রয়োজন নেই। এছাড়া তিনি বলেন, শ্রমিকদের যে কোন দাবী আদায়ের ক্ষেত্রে যাতে কোন রকম ঢিলেঢালা না করা হয়। সেদিকে লক্ষ রাখার জন্য সভাপতির প্রতি আহবান জানান। যে সব শ্রমিক আবসরে যাচ্ছে তাদের জীবনের শেষ সম্বল শ্রমের পূনার্ঙ্গ অর্থ যাতে বুঝে নিয়ে বাড়ি যেতে পারে সেদিকে গুরুত্বের সাথে দেখার জন্য শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর আহবান ও সমর্থন রেখে সাবার সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য সমাপ্ত করেন। এছাড়া বক্তব্য রাখেন আব্দুর রব বাবু, আব্দুল হান্নান মনি, আতিয়ার রহমান, ইউসুফ আলী, ফজলুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, ডাবলু, আবজাদ, আনিছুর রহমান প্রমূখ।