ইম্প্যাক্ট ফাউন্ডেশনে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা অপারেশন
- আপলোড টাইম : ০৪:০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭
- / ৪২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে প্রতিবছর ৪,০০০ “ঠোটকাটা ও তালুকাটা” শিশু জন্মগ্রহণ করে। এই রোগীদের উন্নত চিকিৎসা সেবার জন্য ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কম্যুনিটি হেলথ সেন্টার “স্মাইল ট্রেইন” এর সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে চুয়াডাঙ্গা জেলায় “ঠোটকাটা ও তালুকাটা” অপারেশন শুরু করতে যাচ্ছে। ১৯৯৩ সাল থেকে ইম্প্যাক্ট ফাউন্ডেশন “ঠোটকাটা ও তালকাটা” রোগীদের চিকিৎসা দিয়ে আসছে এবং ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, চুয়াডাঙ্গা প্রোগ্রামে ৭৫৯ জন ভর্তি রোগীর মধ্যে অপারেশন করা হয়েছে ৫৮৯ জনের। অপারেশন উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার সম্মানিত বিএমএ সভাপতি মার্টিন হিরক চৌধুরী, অতিথি ছিলেন অধ্যাপক এসএম ই¯্রাফিল। অনুষ্ঠানটি সঞ্চালন ও সভাপতিত্ব করেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর ডাঃ শাফিউল কবীর, প্রশাসক, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, চুয়াডাঙ্গা প্রোগ্রাম। ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা। এ সংস্থার আওতাধীন ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কম্যুনিটি হেল্থ সেন্টার, চুয়াডাঙ্গা জেলায় প্রতিবন্ধিতা প্রতিরোধ ও সম্ভাব্য প্রতিবন্ধিতা দূরীকরণার্থে নানা রকম স্বাস্থ্য-সেবামূলক ও সচেতনতামুখী কার্যক্রম সফলভাবে চালিয়ে আসছে। অত্র সংস্থা চুয়াডাঙ্গা জেলায় মাঠ পর্যায়ে যেসব স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ মাতৃক্লাবের মাধ্যমে স্বাস্থ্যশিক্ষা প্রদান, পুষ্টিমান রান্নার উপর প্রশিক্ষণ দান, ভিটামিনের অভাব পূরণার্থে বসতভিটায় শাক-সবজির বাগান তৈরী, নিরাপদ সন্তান প্রসবের লক্ষ্যে ধাত্রী প্রশিক্ষণ, বাংলাদেশ সরকারের প্রচলিত টিকাদান কর্মসূচীতে সহায়তা প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাথমিক চক্ষু পরিচর্যা ও দৃষ্টি পরীক্ষার উপর প্রশিক্ষণ দান, সরকারী ও বেসরকারী স্বাস্থ্যকর্মীদের প্রতিবন্ধিতার উপর প্রশিক্ষণ এবং স্থানীয় কম্যুনিটি লিডারদের পুষ্টি ও প্রতিবন্ধিতার উপর প্রশিক্ষণ। এছাড়া, চুয়াডাঙ্গা শহরে অবস্থিত ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কম্যুনিটি হেল্থ সেন্টার-এর মাধ্যমে অত্যাধুনিক অপারেশন থিয়েটারে বিশেষজ্ঞ সার্জন দ্বারা বিভিন্ন অপারেশন (যেমন, চক্ষু, অর্থোপেডিক, ইএনটি, জেনারেল সার্জারী, প্লাস্টিক সার্জারী, সিজারিয়ান, ইত্যাদি) ও উপজেলা সমুহের দুর্গম এলাকায় স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সুবিধা বঞ্চিত গরীব মানুষের যথাযথ চিকিৎসা সেবা দক্ষতার সাথে সম্পন্ন করে চলেছে। এছাড়াও রয়েছে স্যার জন উইলসন এসিস্টিভ ডিভাইস সেন্টার, যেখানে দক্ষ টেকনিশিয়ান দ্বারা শারিরীক প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরণের সহায়ক সামগ্রী প্রস্তুত ও সরবরাহ করা হয়, ফিজিওথেরাপি ইউনিট ব্যথা নিরাময়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। -প্রেসবিজ্ঞপ্তি