চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে নাবালিকা অপহরণ চেষ্টা : মূলহোতা ওসমান আটক : সহযোগী ৩ জনের ভোদৌড়
- আপলোড টাইম : ০৬:২১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
- / ৪৭৫ বার পড়া হয়েছে
হিজলগাড়ী প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ী থেকে রাতের আধারে খালার বাড়ি বেড়াতে আসা নাবালিকা মেয়েকে অপহরন করতে গিয়ে প্রতিবেশীদের হাতে মূলহোতা ওসমান পাকড়াও হয়েছে। এ সময় ওসমানের সাথে থাকা তার ৩জন সহযোগী দেয় ভোদৌড়। এ ঘটনায় আটক ওসমানকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত নাবালিকার পরিবারের পক্ষ থেকে ওসমান ও তার ৩ সহযোগীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের বেনাগাড়ী পাড়ার জিয়ারুলের মেয়ে স্থানীয় আরাফাত হোসেন স্বরনীয় বিদ্যাপীঠের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী শান্তনা গত তিনদিন আগে তার খালা বাড়ি পার্শ্ববর্তী হিজলগাড়ী গ্রামে বেড়াতে আসে। গতকাল রাত ৮টার দিকে বড়শলুয়া গ্রামের আলোচিত শুকুর আলী কাজীর ছেলে ওসমান তার ৩জন সহযোগিকে নিয়ে শান্তনাকে অপহরণের চেষ্টা চালায়। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তাদের চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে ওসমানসহ তার সহযোগিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন ওসমানকে তাড়িয়ে ধরে আটক করলেও তার সাথে থাকা সহযোগীরা পালিয়ে যায়। পরে গণধোলাই দিয়ে ওসমান আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ওসমানকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পদ করেছে। এই সংবাদ লেখা পর্যন্ত অপহরণকারী ওসমানসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।