আলমডাঙ্গা পালতাডাঙ্গা-আঠারখাদা গ্রামের রাস্তায় স্কুলছাত্রীকে কুপ্রস্তাব : রাজি না হওয়ায় বখাটের জুতা পেটা : শাস্তির দাবী
- আপলোড টাইম : ০৬:১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
- / ৪৮০ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার কাঠাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এক স্কুলছাত্রী এক বখাটের কুপ্রস্তাবে রাজি না হলে ওই বখাটে ওই স্কুল ছাত্রীকে প্রকাশ্যে জুতা পেটা করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুর ৩টায় পোলতাডাঙ্গা-আঠারখাদা গ্রামের রাস্তায় এঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী বাড়িতে এসে জুতা পেটার কথা জানালে আঠারখাদা সাধারণ গ্রামবাসী বখাটেদের খুঁজতে থাকে কিন্তু রুবেলসহ তার ৪ সহযোগী ততক্ষণে পালিয়ে যায়। ওই স্কুলছাত্রীর পিতা গত সোমবার রাতেই আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। এলাকাবাসী পোলতাডাঙ্গা গ্রামের মোশারফ ওরফে মুসার ছেলে বখাটে রুবেল (২২) তার সহযোগী ৪ বন্ধুর শাস্তি দাবি তুলেছে। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে বখাটে রুবেল পোলতাডাঙ্গা গ্রামের এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি করলে সে ঘটনা ধামাচাপা পড়ে যায় রুবেল প্রভাবশালী ঘরের সন্তান হওয়ায়। এ ব্যপারে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।