পাঁচলিয়ায় ১০ম শ্রেণি পড়–য়া ৪ ছাত্রের বিরুদ্ধে:স্কুলছাত্রীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ
- আপলোড টাইম : ০৬:০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
- / ৪০৭ বার পড়া হয়েছে
জামজামী প্রতিনিধি: আলমডাঙ্গার পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণি পড়–য়া ৪ ছাত্রের বিরুদ্ধে ৯ম শ্রেণি পড়–য়া এক ছাত্রীকে ক্লাসরুমে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। জানা যায় গত রবিবার উপজেলার জামজামী ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের হবিবারের ছেলে পাঁচলিয়া জামাল উদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র শাহিন, একই ক্লাসের ছাত্র বিল পাঁচলিয়া গ্রামের আজমত আলীর ছেলে রাব্বি, নওদা পাঁচলিয়া গ্রামের আশরাফুলের ছেলে সজিব ও মানিক নগর পাঁচলিয়ার ওহিদুলের ছেলে গালিব চার বন্ধু মিলে নবম শ্রেণীর এক ছাত্রীকে কোচিং ছুটির শেষে বাড়ি ফেরার সময় ক্লাস রুমের দরজার সামনে শ্লীলতাহানির চেষ্টা চালায়। চার বন্ধুর মধ্যে শাহিন নবম শ্রেনীর ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। রাজি না হলে শাহিন জোরপূর্বক ক্লাসরুমে নিয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করলে স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শাহিনসহ তার চার বন্ধুকে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়। ঘটনা অত্র এলাকায় দু’দিন ধরে টক অব দ্য ভিলেজে পলিণত হয়েছে। এই ঘটনায় এলাকাবাসী ওই চার ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ও আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।