ইপেপার । আজ মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

মুজিবনগরে পানি ব্যবস্থাপনার উপর মাঠ দিবস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • / ৩৯৫ বার পড়া হয়েছে

মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে “খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন” প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় উপজেলার বল্লভপুর গ্রামের মিশন সংলগ্ন মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মুহ: মোফাকখারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের কৃষি প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক। গ্রামের শতাধিক কৃষক কৃষানী এতে অংশগ্রহন করে। অনুষ্ঠানে কৃষি ক্ষেতে পানির অবাধ অপচয় না করে পরিমিত পানি ব্যবহারের মাধ্যমে সর্বোত্তম ফসল উৎপাদনের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বল্লভপুর গ্রামের প্রগতিশীল কৃষক মি: বিকাশ বিশ্বাস, ডেভিড মন্ডল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার হেলাল উদ্দিন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন মাঠে ভূগর্ভস্থ পাইপ লাইন, ফিতা পাইপ, এডব্লিউডি, হ্যান্ড শাওয়ার, ড্রিপ সেচ, বেডনালা এবং এসআরআই প্রযুক্তির উপর মোট ৪২ টি প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার মুহ: মোফাকখারুল ইসলাম আশা প্রকাশ করেন কৃষকদের জমিতে এসব প্রদর্শনী বাস্তবায়নের ফলে কৃষকরা পরিমিত পানি ব্যবহারের মাধ্যমে অধিক ফসল উৎপাদনের উপর বাস্তব  জ্ঞান অর্জন করতে সক্ষম হবে ফলে ভবিষ্যতে ভূগর্ভস্ত পানির অযাচিত চাপ কমানো সম্ভব হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মুজিবনগরে পানি ব্যবস্থাপনার উপর মাঠ দিবস

আপলোড টাইম : ০৫:৫৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭

মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে “খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন” প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় উপজেলার বল্লভপুর গ্রামের মিশন সংলগ্ন মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মুহ: মোফাকখারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের কৃষি প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক। গ্রামের শতাধিক কৃষক কৃষানী এতে অংশগ্রহন করে। অনুষ্ঠানে কৃষি ক্ষেতে পানির অবাধ অপচয় না করে পরিমিত পানি ব্যবহারের মাধ্যমে সর্বোত্তম ফসল উৎপাদনের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বল্লভপুর গ্রামের প্রগতিশীল কৃষক মি: বিকাশ বিশ্বাস, ডেভিড মন্ডল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার হেলাল উদ্দিন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন মাঠে ভূগর্ভস্থ পাইপ লাইন, ফিতা পাইপ, এডব্লিউডি, হ্যান্ড শাওয়ার, ড্রিপ সেচ, বেডনালা এবং এসআরআই প্রযুক্তির উপর মোট ৪২ টি প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার মুহ: মোফাকখারুল ইসলাম আশা প্রকাশ করেন কৃষকদের জমিতে এসব প্রদর্শনী বাস্তবায়নের ফলে কৃষকরা পরিমিত পানি ব্যবহারের মাধ্যমে অধিক ফসল উৎপাদনের উপর বাস্তব  জ্ঞান অর্জন করতে সক্ষম হবে ফলে ভবিষ্যতে ভূগর্ভস্ত পানির অযাচিত চাপ কমানো সম্ভব হবে।