দর্শনায় র্যাভেন গ্রুপের পণ্য পরিচিতি ও প্রশিক্ষন কর্মশালা
- আপলোড টাইম : ০৩:০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
- / ৭৫৫ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনায় র্যাভেন গ্রুপের উদ্যোগে পণ্য পরিচিতি ও প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় দর্শনা ডাকবাংলা অডিটোরিয়ামে বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী কৃষাণ ট্রেডার্সের সত্বাধিকারী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন র্যাভেন গ্রুপের মালিক লায়ন এম.আতিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ সরকারের স্বপ্ন পুরনে কৃষি বিপ্লব ঘটাতে র্যাভেন গ্রুপ নতুন সাজে এগ্রো কেমিক্যালস, ফরমুলেশন, ফার্টিলাইজার, ক্রপ কেয়ার ইত্যাদি পণ্যের পরিচিতি ও এর ব্যবহার সম্পর্কে ডিলার ও রিটেইলারদের প্রশিক্ষনের এই উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হেড অব মার্কেটিং কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার বশির আহম্মেদ, আ: কাদের, এমএম সেলিম, আবু বকর সিদ্দিক(আর এম)ফরিদপুর। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার র্যাভেন গ্রুপের ডিলার ও রিটেইলারদের অত্র প্রতিষ্ঠানের পণ্যের পরিচিতি ও এর ব্যবহারের প্রশিক্ষন দেওয়া হয়। এসময় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১১০জন ডিলার, রিটেইলারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।