জীবননগরে সপ্তাহব্যাপী গঞ্জের মেলার উদ্বোধনে এমপি টগর:গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে
- আপলোড টাইম : ০২:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
- / ৩৪৪ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগরে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ৭দিনব্যাপী গঞ্জের মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জীবননগর বুড়োর মাঠে ৭দিনব্যাপী গঞ্জের মেলার শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে গ্রামের অনেক ঐতিহ্য কালের বির্বতনে হারিয়ে যাচ্ছে। সেগুলো আবারও গঞ্জের মেলার মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। এই মেলার মাধ্যমে বর্তমান সময়ের ছেলে-মেয়েরা সেগুলো যাতে উপলব্ধি করতে পারে, সে দিকেও নজর দিতে হবে। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ.লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। এছাড়াও স্থানীয় নেতা-কর্মী ও মেলা আয়োজক কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক মুন্সী আবু সাইফ মুকু।