আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন : উপজেলা কমান্ডার পদে ৩ প্রার্থীর জোর প্রচারণা
- আপলোড টাইম : ০২:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
- / ৪৪৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আগামী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে বর্তমান কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস ও স্বাধীনতা পরবর্তী আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ছাত্র সংসদের জিএস বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ নূর মোহাম্মদ জকু নির্বাচন করবেন বলে জোর প্রচারণা চালাচ্ছেন। আলমডাঙ্গা উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ৪৫০ জন। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা জকু বলেন, আলমডাঙ্গা উপজেলার সহকর্মী মুক্তিযোদ্ধারা তাদের সরকার ঘোষিত ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করতে আমাকে এই নির্বাচনে প্রার্থী হিসেবে পেতে চায়। আমি সকলের কথা ভেবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখেছি। অন্যদিকে সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুসের সাথে কথা হলে তিনি বলেন, আমি বিগত সময়ে আলমডাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য যে উন্নয়ন সাধন করেছিলাম আজ ৩ বছরে তা অনেকখানি ম্লান হয়ে গেছে। অনেক রাজাকারের নাম মুক্তিযোদ্ধা তালিকায় উঠেছে। যা রীতিমতো আমাদের জন্য বিব্রতকর। আমি যদি পূণরায় কমান্ডার হতে পারি, তাহলে এইসমস্ত রাজাকার মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেব। সম্প্রতি স্বাধীনতা দিবস উৎযাপন কালে আলমডাঙ্গা উপজেলা মঞ্চে বর্তমান কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদের মধ্যে কাদা ছুড়া ছুড়ি করবেন না। রাষ্ট্রপতির আদেশে মুক্তিযোদ্ধাদের গেজেট তৈরি হয়। সেই গেজেট বাতিল করার ক্ষমতা আমার বা উপজেরা কমিটির নেই। তিনি বলেন, আমি সততার সাথে ৩ বছর দায়িত্ব পালন করেছি। বিভিন্ন জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের একত্রিত করে তাদের যতটুকু সম্মান তা দেবার চেষ্টা করেছি। তবে ক্ষমতায় থাকলে বা কাজ করলে কিছু না কিছু ভুল ত্রুটি হতে পারে। আমি পূণরায় নির্বাচিত হলে বর্তমান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আরও উন্নয়ন সাধনের চেষ্টা করব। আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের মেয়াদ আর ৩ মাস আছে। তফসিল ঘোষণা হলেই নির্বাচনে তোড়জোড় দেখা যাবে। তবে ইতোমধ্যেই সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস ও শেখ নূর মোহাম্মদ জকু আগামি মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের কমান্ডার হিসেবে নির্বাচন করবেন বলে ভোটারদের কাছে আলাপ আলোচনা করছেন।