কালিদাসপুর আ.লীগের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
- আপলোড টাইম : ০২:০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
- / ৪০৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিনের এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪ টার দিকে কালিদাসপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুর ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ। ছাত্রলীগ নেতা এমদাদুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, শামীম মেম্বার, জমির উদ্দিন, সেচ্ছাসেবক লীগ নেতা আসাদুল হক, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম, হাসিবুল হক, বাবু প্রমূখ।