অন্ধকারে ক্লাস নিতে সমস্যা হওয়ায় দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ে ছুটি দিতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ
- আপলোড টাইম : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০১৬
- / ৫৫৬ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: গতকাল দিনের বেলায় অন্ধকারে ক্লাস নিতে সমস্যা দেখা দেয়ার করণে দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের কোন ক্লাস না নিয়ে ছুটি দিতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার স্কুল চলাকালিন বাজ্রপাতে বিদ্যুৎ লাইন পুড়ে গিয়ে বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে কেরু চিনিকলের কর্তৃপক্ষ মেরামতের ব্যাবস্থা না নেওয়ায় গত ৪ দিন ধরে ছাত্রছাত্রীদের গরমে ক্লাস করতে চরম কষ্টসাধ্য হয়ে পড়েছে। এদিকে গতকাল সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টিপাতের ফলে এবং আকাশ মেঘাছন্ন থাকায় ক্লাসের মধ্যে অন্ধকারে শিক্ষক ও ছাত্র/ছাত্রী ব্লাক বোর্ড ও বইয়ের পাতার লেখা দেখতে না পারায় স্কুল কর্তৃপক্ষ স্কুল ছুটি দিতে বাধ্য হয়। শিক্ষক ছাত্র/ছাত্রীদের দাবী অতি দ্রুত স্কুলের বিদ্যুৎ লাইন মেরামত করার জন্য কেরু চিনিকলের কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করেছে।