কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
- আপলোড টাইম : ০৫:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০১৬
- / ৫২৮ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধি: ২১ আগষ্ট গ্রেনেড হামলায় মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া ও আলোচনা সভা করেছেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগ। স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে রবিবার এ অনুষ্ঠান করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. শরিফুননেসা মিকী। ২১ আগষ্ট গ্রেনেড হামলার স্মৃতি চারন করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহাজান আলী, সহসভাপতি নুরুল ইসলাম খান বাবলু, লুৎফর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, যুবলীগ নেতা জাফুর ইকবাল শান্তি, স্বেচ্ছা-সেবকলীগ নেতা মাসুদ রানা পলাশ, ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি রিয়াজ আহম্মেদ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ওলামা লীগের আহবায়ক তরিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর শাখার বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।