শিরোনাম:
বদরগঞ্জ বাজারের দশমীগ্রামে হাফেজিয়া মাদ্রাসার নিকট দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় কচুবোঝাই পাখিভ্যানে থাকা কৃষক নিহত
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৫:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০১৬
- / ৫৫৯ বার পড়া হয়েছে
বদরগঞ্জ অফিস: গতকাল চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের দশমী গ্রামের হাফেজিয়া মাদ্রাসার নিকট সড়ক দুর্ঘটনায় এক কৃষক নিহত হয়েছে। নিহত কৃষক একই সদরের পদ্মবিলা ইউনিয়নের খাজুরা গ্রামের মৃত নবিচ-উদ্দীন মন্ডলের ছেলে। জানা গেছে, পদ্মবিলা ইউনিয়নের মৃত নবীচ-উদ্দীনের ছেলে রফিক (৩৫) নিজ জমির কচু বিক্রয়ের উদ্দেশ্যে গতকাল একটি পাখিভ্যানে করে ঝিনাইদহ সদরের ডাকবাংলা বাজারে যাচ্ছিলো। আনুমানিক ভোর সাড়ে ৫ টার দিকে বদরগঞ্জ বাজারের অদূর দশমী গ্রামের হাফেজিয়া মাদ্রাসার নিকট পৌছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক কচুবোঝাই ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কৃষক রফিক মারা যায়। খবর পেয়ে স্থানীয় সিন্দুরিয়া ও সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে এসে পৌছায়। পরে নিহত কৃষক রফিকের স্বজনেরা এলে স্থানীয় নেতৃবর্গের সহযোগিতাই রফিকের লাশ তার পরিবারের নিকট হস্থান্তর করে।
ট্যাগ :