শিরোনাম:
কার্পাসডাঙ্গা কোমরপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ১২:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬
- / ৫৫৬ বার পড়া হয়েছে
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কোমরপুরে এক গৃহবধু গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে গতকাল শনিবার বিকাল আনুমানিক ৪ টারর দিকে কার্পাসডাঙ্গা কোমরপুর গ্রামের করিমন চালক আমিরুলের দ্বিতীয় স্ত্রী রহিমা ওরফে বগী (৪০) পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের আড়ার সাথে গলাই দড়ি দেয়। পরে স্থানীয়রা দেখে বগী জীবন্ত অবস্থায় নামালেও শেষ পর্যন্ত আর প্রানে বাঁচেনি। জানা গেছে আমিরুল বছর খানেক আগে বগীকে বিয়ে করে। বগীর আগের সংসারে দুটি সন্তান রয়েছে বলে জানা গেছে। তবে অনেকে বলেন বগীর মাথায় একটু সমস্যা আছে। তাই সে গলাই দড়ি দিতে পারে।
ট্যাগ :