চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ও সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
- আপলোড টাইম : ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬
- / ৫৪৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংক এপ্লয়ীজ ইউনিয়ন ও সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক শাখার দ্বিতীয় তলায় স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। সোনালী ব্যাংক এপ্লয়ীজ ইউনিয়নের প্রিন্সিপাল কমিটির সভাপতি মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সফল মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়া আলোচনা ও দোয়া অনুষ্ঠানে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের সোনালী ব্যাংক শাখার সকল শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।