ইপেপার । আজ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা খাড়াগোদা-ভুলটিয়া মাঠে সন্ধ্যারাতে গরুভর্তি লাটাহাম্বার গতিরোধ করে ডাকাতির চেষ্টা : গরু ব্যবসায়ীদের তাড়ায় ককটেল ফাটিয়ে ডাকাতদের পলায়ন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • / ৩৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া ও তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা মাঠের মধ্যে চন্নতলা নামক স্থানে গরু ভর্তি লাটাহাম্বারে ডাকাতির চেষ্টাকালে গরু ব্যবসায়ীদের তাড়া খেয়ে ডাকাতদল ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।  জানা গেছে গতকাল বৃহস্পতিবার কুতুবপুর গ্রামের মুবারক হোসেনের পুত্র আসাদুল ও একই গ্রামের খোকাই মন্ডলের ছেলে আমিরুল, রফিউদ্দিনের ছেলে রাশিদুলসহ আরও কয়েকজন গরুব্যবসায়ী শিয়ালমারী গোহাট থেকে গরু ক্রয় করে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে ভুলটিয়া চন্নতলা নামক স্থানের সন্নিকটে পৌছালে দেখতে পান যে রাস্তার ওপর কলাগাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরী করা হয়েছে। এ অবস্থা দেখে গরু ব্যবসায়ীরা তাদের পরিবহনের গতি কমিয়ে দেন এবং প্রতিবন্ধকতাস্থলে এলে দেখতে পান যে ৮থেকে ১০জন রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে তাদের দিকে এগিয়ে আসছে। এদৃশ্য দেখার পর গরু ব্যবসায়ীরা সকলে জোরে চিৎকার দিয়ে ডাকাতদের ধাওয়া দিলে ডাকাতেরা ককটেল ফাটিয়ে দৌড় দেয়। এখবর সিন্দুরিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই বায়েজিতের কাছে পৌছালে তিনি দ্রæত ঘটনাস্থলে আসেন এবং বিস্ফোরিত ককটেলের আলামত দেখতে পেয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি সমীকরণকে জানান এ ঘটনায় এখনও ডাকাতদলের কাউকে ধরতে পারেনি। তবে এ চক্রকে দ্রæত আইনের আওতায় আনা হবে এবং নিরাপত্তা নিশ্চিতে অধিক টহলের ব্যবস্থা করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা খাড়াগোদা-ভুলটিয়া মাঠে সন্ধ্যারাতে গরুভর্তি লাটাহাম্বার গতিরোধ করে ডাকাতির চেষ্টা : গরু ব্যবসায়ীদের তাড়ায় ককটেল ফাটিয়ে ডাকাতদের পলায়ন

আপলোড টাইম : ০৪:২১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া ও তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা মাঠের মধ্যে চন্নতলা নামক স্থানে গরু ভর্তি লাটাহাম্বারে ডাকাতির চেষ্টাকালে গরু ব্যবসায়ীদের তাড়া খেয়ে ডাকাতদল ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।  জানা গেছে গতকাল বৃহস্পতিবার কুতুবপুর গ্রামের মুবারক হোসেনের পুত্র আসাদুল ও একই গ্রামের খোকাই মন্ডলের ছেলে আমিরুল, রফিউদ্দিনের ছেলে রাশিদুলসহ আরও কয়েকজন গরুব্যবসায়ী শিয়ালমারী গোহাট থেকে গরু ক্রয় করে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে ভুলটিয়া চন্নতলা নামক স্থানের সন্নিকটে পৌছালে দেখতে পান যে রাস্তার ওপর কলাগাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরী করা হয়েছে। এ অবস্থা দেখে গরু ব্যবসায়ীরা তাদের পরিবহনের গতি কমিয়ে দেন এবং প্রতিবন্ধকতাস্থলে এলে দেখতে পান যে ৮থেকে ১০জন রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে তাদের দিকে এগিয়ে আসছে। এদৃশ্য দেখার পর গরু ব্যবসায়ীরা সকলে জোরে চিৎকার দিয়ে ডাকাতদের ধাওয়া দিলে ডাকাতেরা ককটেল ফাটিয়ে দৌড় দেয়। এখবর সিন্দুরিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই বায়েজিতের কাছে পৌছালে তিনি দ্রæত ঘটনাস্থলে আসেন এবং বিস্ফোরিত ককটেলের আলামত দেখতে পেয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি সমীকরণকে জানান এ ঘটনায় এখনও ডাকাতদলের কাউকে ধরতে পারেনি। তবে এ চক্রকে দ্রæত আইনের আওতায় আনা হবে এবং নিরাপত্তা নিশ্চিতে অধিক টহলের ব্যবস্থা করা হবে।