চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছা সেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১১:৪৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬
- / ৪২৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো: একরামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিযেছে, বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছা সেবক দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছা সেবক দলের উদ্দ্যোগে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও কেক কাটা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক হাজী আব্দুল মান্নান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাস ও বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সভাপতি এ্যাডঃ এমএম শাহাজাহান মুকুল, বিশেষ অতিথি ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও অতিথি ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক, অতিথি ছিলেন জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল।