ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা তিতুদহে চলছে গরু চুরির হিড়িক:৫ মাসে ৮টি গোয়াল ফাঁকা : আতঙ্কিত খামারীরা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৫১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • / ৩৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নসহ আশপাশ অঞ্চলে গরু চুরির হিড়িক। গত পাঁচ মাসে ৮টি গরুর গোয়াল ফাঁকা হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া অত্র অঞ্চলে বেশ কয়েকবার ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। গত সোমবার রাত আনুমানিক ১টার দিকে তিতুদহ হুলিয়ামারিপাড়ার ইখতিয়ার উদ্দীনের ছেলে মঙ্গল আলীর একটি এঁড়ে গরু চুরি হয়। মঙ্গল আলী গরুটি পোষানি নিয়েছিলো। জানা গেছে,  মঙ্গল আলী রাতে তার গরুকে খাবার দেওয়ার পর গোয়ালে বেঁধে রেখে ঘুমিয়ে পড়ে। আবার মধ্যরাতে গরুকে খাবার দিতে উঠলে দেখে গোয়ালে গরু নেই। এদৃশ্য দেখার পর জোরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। পরে স্থানীরা তিতুদহ পুলিশ ক্যাম্পে ফোন দিলে কর্তব্যরত এএসআই লিয়াকত আলী ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। তবে, এখনও পর্যন্ত কোন চোরকে ধরতে পারেনি পুলিশ। একই এলাকায় নিয়মিত গরু চুরির ঘটনায় আতঙ্কিত অত্র এলাকার খামারীরাসহ সাধারণ গরু পালনকারিরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা তিতুদহে চলছে গরু চুরির হিড়িক:৫ মাসে ৮টি গোয়াল ফাঁকা : আতঙ্কিত খামারীরা

আপলোড টাইম : ০৩:৫১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নসহ আশপাশ অঞ্চলে গরু চুরির হিড়িক। গত পাঁচ মাসে ৮টি গরুর গোয়াল ফাঁকা হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া অত্র অঞ্চলে বেশ কয়েকবার ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। গত সোমবার রাত আনুমানিক ১টার দিকে তিতুদহ হুলিয়ামারিপাড়ার ইখতিয়ার উদ্দীনের ছেলে মঙ্গল আলীর একটি এঁড়ে গরু চুরি হয়। মঙ্গল আলী গরুটি পোষানি নিয়েছিলো। জানা গেছে,  মঙ্গল আলী রাতে তার গরুকে খাবার দেওয়ার পর গোয়ালে বেঁধে রেখে ঘুমিয়ে পড়ে। আবার মধ্যরাতে গরুকে খাবার দিতে উঠলে দেখে গোয়ালে গরু নেই। এদৃশ্য দেখার পর জোরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। পরে স্থানীরা তিতুদহ পুলিশ ক্যাম্পে ফোন দিলে কর্তব্যরত এএসআই লিয়াকত আলী ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। তবে, এখনও পর্যন্ত কোন চোরকে ধরতে পারেনি পুলিশ। একই এলাকায় নিয়মিত গরু চুরির ঘটনায় আতঙ্কিত অত্র এলাকার খামারীরাসহ সাধারণ গরু পালনকারিরা।