চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকা থেকে : ছিনতাইয়ের অভিযোগে স্কুলছাত্র আটক
- আপলোড টাইম : ০৩:৩০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
- / ৩৬১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে রিমন বিশ্বাস (১৫) নামের এক স্কুল ছাত্রকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে আটক করে। রিমন বিশ্বাস চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল পাড়ার তুহিন বিশ্বাসের ছেলে। রিমন চুয়াডাঙ্গা একাডেমী স্কুলের নবম শ্রেনীর ছাত্র। জানা গেছে, প্রায় দেড় মাস আগে রিমন বিশ্বাস ও শহরের চক্ষু হাসপাতালের এলাকার মুজিবরের ছেলে আলিফ এরা দু”জন চুয়াডাঙ্গা শহরের চক্ষু হাসপাতালের পিছনে জোলের ধার মাঠ নামক স্থানে মেসের দুই যুবককে মারধর করে ২টি মোবাইল ফোন ও নগত কিছু টাকা ছিনতাই করে। পরে তারা চুয়াডাঙ্গা সদর থানাই একটি ছিনতায়ের অভিযোগ করে। এদিকে ঘটনার পর থেকেই রিমন বিশ্বাস, আলিফ দু”জনই পলাতক ছিল। এরই সুত্র ধরে গতকাল রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর ফাড়ির টিএসআই ওহিদের নেতৃত্বে এটিআসআই বাবুল সজ্ঞীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পাড়ার নিজ বাড়ি থেকে রিমনকে আটক করে থানাই নিয়ে আসে। উল্লেখ্য, শহরের চক্ষু হাসপাতালের পিছনে জোলের ধার মাঠ নামক স্থানে সন্ধ্যা নামলেই ছোটখাট ছিনতায়ের ঘটনা ঘটে। এদিকে রিমনের আটকের পর এলাকার সচেতন মহল পুলিশকে সাধুবাধ জানিয়েছেন।