চুয়াডাঙ্গায় ‘সম্প্রীতির বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই’ শ্লোগানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত
- আপলোড টাইম : ১১:৩৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬
- / ৩৯১ বার পড়া হয়েছে
শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ‘সম্প্রীতির বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই’ শ্লোগানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচির সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস, বিশেষ অতিথি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দীক , বিএমএর সভাপতি মার্টিন হীরক চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা ও সাংবাদিক সমিতির সভাপতি মাহতাব উদ্দিন বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সাংবাদিকদের এই আয়োজন সঠিক ও সময়োপযোগী হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সাংবাদিক ও জনগণকে সাথে নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রসাবাদ মোকাবেলা করে যাবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি রফিক রহমান, একুশে টিভি প্রতিনিধি আতিয়ার রহমান, চ্যানেল২৪ ও যায়যায়দিন প্রতিনিধি রেজাউল করিম লিটন, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ ও জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধনে অংগ্রহন করেন। মানববন্ধনটির সার্বিক পরিচালনা ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফাইজার চৌধুরী।