চুয়াডাঙ্গায় ধারাবাহিক ডাকাতির ঘটনায় পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত:বিভিন্ন এলাকা থেকে আটক ৪
- আপলোড টাইম : ০৩:১৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
- / ৩২৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের অদূরে ঘোড়ামারা ব্রীজের সন্নিকটে ডাকাতির ঘটনাসহ ধারাবাহিক ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের বিভিন্ন টিম সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে। গতকাল সাড়াশি অভিযানে ডাকাতির ঘটনায় সন্দেহজনকভাবে ৪ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটকৃতরা হলো: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার আশাদুলের ছেলে রুবেল (২৬), পৌর এলাকার হাজরাহাটির মৃত আনছার আলীর ছেলে ভাষান আলী (২৯), হাজরাহাটির ভূলু জোয়ার্দ্দারের ছেলে রানা (২৮) ও আলমডাঙ্গা শিবপুরের মইনুলের ছেলে নুরুজ্জামান (২৬)। এবিষয়ে ওসি তোজাম্মেল হক জানান, চুয়াডাঙ্গা শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। উপরে উল্লেখিত আটককৃতদের আজ সকালে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানা গেছে।