আজ বিশ্ব পানি দিবস
- আপলোড টাইম : ০৩:১৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
- / ৬২৮ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। খবর বাসস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বর্জ্য পানি’। এ উপলক্ষে আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলনকেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি থাকছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এছাড়া পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ এতে উপস্থিত থাকবেন। এর আগে সকাল সাড়ে ৮টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বিআইসিসি পর্যন্ত একটি শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে।