আটকবর নাটুদাহে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সশস্ত্র মহড়া : এলাকাজুড়ে আতঙ্ক
- আপলোড টাইম : ০৫:৪০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
- / ৩৪০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার আটকবর বাজারে উপস্থিত নাটুদাহ স্কুল মাঠে গতকাল বিকাল ৩টায় ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে অত্র এলাকার চেয়ারম্যান গ্রুপ ও আলোচিত সমালোচিত আ.লীগ নেতা ইয়াস নবী গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ সশস্ত্র মহড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জেলা ছাত্ররীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু ও দামুড়হুদা উপজেলা অ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বলে স্থানীয়রা জানায়। পরে অবশ্য অত্র ইউনিয়নের ছাত্রলীগের কমিটি দর্শনায় এসে গঠন করা হয়েছে বলেও জানা গেছে। ওই কমিটিতে লিমনকে সভাপতি এবং আলীরাজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এবিষয়ে আটকবর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়েছিলো। তবে, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। স্থানীয়রা জগন্নাথপুরের ইয়াস নবীর সর্মথকদের এই ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ করেন।