দামুড়হুদার হেমায়েতপুরের ব্রীজটি এখন মরণফাঁদ!
- আপলোড টাইম : ০৫:৩৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
- / ৪২৭ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েত গ্রামের ব্রীজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটি দ্রুর্ত সংস্কার না করা হলে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা। জানা গেছে, উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের পাকুলিয়ার বিল সংলগ্ন ব্রীজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন নতিপোতা-নাটুদাহ ইউনিয়ন বাসীর অনেকেই। সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্রীজটি দূর্ত সংস্করণের দাবি জানিয়েছেন দুই ইউনিয়ন বাসির সচেতন মহল, ছাত্র-ছাত্রী, ব্যাবসায়ী, কৃষকসহ ভূক্তভোগী মহল। দুই ইউনিয়নের অনেকেই এই প্রতিবেদক কে নাম না প্রকাশের শর্তে জানান গত দুই মাস আগে জৈনক ভুসি মাল ব্যাবসায়ীর মালমাল লোড করতে একটি ট্রাক হেমায়েত পুর গ্রামে আসার পথে ব্রিজটিতে ধাক্কা দিলে ব্রিজটির ডান দিকের কিছু অংশ ভেঙ্গে যায় এবং তারই কিছু দিন পর হঠাৎ রাতের বেলাই ব্রীজটির নিচের কিছু অংশ ভেঙ্গে পরে যার ফলে দুই ইউনিয়নের মানুষ চরম ভোগান্তিতে পড়ে। এছাড়াও হেমায়েতপুর গ্রামের প্রায় একশত ছাত্র-ছাত্রী আব্দুল ওদুদ শাহ কলেজ ও হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছে বলেও জানা গেছে। তাছাড়াও দুই ইউনিয়নের চাষি, ব্যাবসায়ীরাসহ সাধারণ জনগন চরম ভোগান্তিতে আছে বলে জানিয়েছেন। কারণ ব্রীজটির জন্য ব্যাবসায়ীরা তাদের ব্যবসার বিভিন্ন মালামাল শহরে নিতে পারছেন না বলেও জানান। দুই ইউনিয়নের সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রীজটি সংস্করণ করে দেবার দাবি জানিয়েছেন।