চুয়াডাঙ্গার ৮টি স্কুল অংশগ্রহণে বিএফএফ-সমকালের বির্তক প্রতিযোগিতা শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ
- আপলোড টাইম : ০৫:০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
- / ৬১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: তরুণ প্রজন্মকে বিজ্ঞানের আলোয় আলোকিত করতে এবং তাদেরকে বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) সমকালের আয়োজনে ৫ম জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ”তর্কে বির্তকে বিজ্ঞানের সাথে” এই স্লোগানে এ বির্তক প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার ৮টি স্কুল অংশগ্রহণ করে। বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাংবাদিক খাইরুল ইসলাম। শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা ভি,জে, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জলের উপস্থিতিতে এ আয়োজন করা হয়। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা ভি.জে.সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিমান্ত মাধ্যমিক বিদ্যালয়, এম.এ.বারি মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়সহ ৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারি প্রতিষ্ঠানের ১জন করে শিক্ষক সমম্বয়ক হিসাবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা ভি.জে.সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় চুয়াডাঙ্গা ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয়ের দলনেতা আসিফ আরাফাত। এসময় চুয়াডাঙ্গা বির্তক চর্চা কেন্দ্রের উপদেষ্টা কাজল মাহমুদ বলেন বির্তকের ফলে শিক্ষার্থীদের বিজ্ঞান সমৃদ্ধ মন ও মানসিকতা হয়ে ওঠে। অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত থেকে বিচারক মন্ডলির সভাপতির দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল আহমেদ। বিচারক হিসেবে ছিলেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক ইব্রাহিম আলি, ঝিনাইদহ সেকায়েপের এসিটি মোঃহেদায়েত উল্লাহ, নিগার সিদ্দিক কলেজের প্রভাষক মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চুয়াডাঙ্গা এরিয়া ম্যানেজার মোঃ আমির উল ইসলাম, সমকাল সুহৃদ জেলা সভাপতি শামিম হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ মামুন, মহিলা বিষয়ক সম্পাদক অরণিসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শিশু সাংবাদিক মেহেরাব্বিন সানভী।