চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যায় নাচে গানে দর্শক মাতালেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ
- আপলোড টাইম : ০৫:০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
- / ৪৭৭ বার পড়া হয়েছে
উজ্জল মাসুদ/এসএম শাফায়েত: চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে গতকাল বিকেল চারটায় পুলিশ লাইন্স মাঠে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগীয় পুলিশের রেঞ্জ ডিআইজি এস, এম মনিরুজ্জামান(বিপিএম, পিপিএম) জাতীয় পতাকা ও চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন পুলিশ পতাকা উত্তোলন শেষে বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা রেঞ্জের ডিআইজি এস, এম মনিরুজ্জামান(বিপিএম, পিপিএম)। অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তরিকুল ইসলামের নেতৃত্বে চারটি গ্রুপে বিভক্ত হয়ে মাঠ প্রদক্ষিণ ও প্যারেড প্রদর্শন করেন পুলিশ সদস্যরা। প্যারেড শেষে মশাল প্রজ্জলন করে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। আয়োজিত ক্রিড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। গ্রাম বাংলার হারাতে বসা ঐতিহ্যবাহী লাঠি খেলা, সাপ খেলার আয়োজনও করা হয়। এদিকে, সন্ধ্যায় একই মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাচে গানে দর্শক মাতিয়ে তোলেন দেশ বরেণ্য পপ তারকা ফেরদৌস ওয়াহিদ, এনটিভি আয়োজিত ক্লোজআপ-১ তারকা শিল্পী নোবেল চৌধুরী, ক্ষুদে গানরাজ নীলা চৌধুরী, ক্যামব্রিয়ান স্টারজ্ নাবিল চৌধুরী। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শক মাতান জনপ্রিয় কৌতুক অভিনেতা মজিবর ও তার দল। নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমীর ক্ষুদে নৃত্য শিল্পীরা। জেলা পুলিশের আয়োজনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনের নিমন্ত্রনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, এনএসআই উপ-পরিচালক আবু জাফর, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা। এছাড়াও উপস্থিত ছিলেন ডিডি, এলজি আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন প্রশাসনিক, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা।