শিরোনাম:
জীবননগর দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৫:০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
- / ৩৬১ বার পড়া হয়েছে
উথলী প্রতিনিধি: জীবননগর উপজেলার মোল্লা বাড়ী বটতলায় পাওয়ারট্রিলারের নিচে চাপা পড়ে স্কুল ছাত্রী ইভা (১৪) নিহত হয়েছে। ইভা জীবননগর উপজেলার হরিষপুর গ্রামের ইজাজুল ইসলামের মেয়ে ও উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গতকাল শনিবার দুপুর পৌনে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। জীবননগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ইভা শনিবার বেলা আড়াইটার দিকে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বাইসাইকেল যোগে বাড়ী ফেরার পথে উথলী মোল্লাবাড়ী বটতলা নামক স্থানে পৌঁছালে একটি ভুট্টা ভর্তি পাওয়ারট্রিলার তাকে চাপে দিলে পাওয়াটিলারের চাকায় তার শরীর ও মাথায় আঘাত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। স্থানীয় জনতা পাওয়ারট্রিলারটি আটক করলেও চালক পালিয়ে যায়।
ট্যাগ :