মহেশপুরে মহান স্বাধীনতা দিবস ও সাবেক : এমপির মৃত্যুবার্ষিকী পালনে আলোচনা সভা
- আপলোড টাইম : ০৫:৫২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
- / ৪০৭ বার পড়া হয়েছে
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে সাবেক এমপি প্রয়াত শহীদুল ইসলামের গ্রামের বাড়ির সম্মেলন কক্ষে জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক এমপি পতœী মোছাঃ জাহানারা নাজনীন এর সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস ২৬মার্চ যথাযোগ্য ভাবে পালন এবং প্রয়াত শহীদুল ইসলামের ১ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোহাঃ মোমিনুর রহমান। এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, বিএনপি নেতা ও জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাম ফারুক খান, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নোমান, স্বরূপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুল হক, বিএনপি নেতা (মান্দার বাড়িয়া) ইউপির আমিনুর রহমান মাস্টার, কাজীরবেড় ইউনিয়ন বিএনপির নেতা ডাঃ আক্তারুজ্জামান, পৌর বিএনপির যুগ্ন-সম্পাদক শেখ শাহাজান আলী, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান বাবলু, যুব নেতা জিয়াউর রহমান জিয়া প্রমূখ। আলোচনা শেষে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মশিউর রহমানের মাতার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এবং তার মৃত্যুতে রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সেইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপস্থিত সকলে।