ইপেপার । আজ মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ: গাংনীর থানা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঝাড়– হাতে নারী-পুরুষের মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / ৪৫৩ বার পড়া হয়েছে

গাংনী অফিস: স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ তুলে গাংনী থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান কাজলের বিরুদ্ধে এলাকার নারী-পুরুষ ঝাড়– হাতে মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযোগে জানা গেছে, নিজের আত্বয়ী স্বজন দিয়ে মনগড়া ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন ভাবে চালাকি করে চলেছে। কোন সদস্যদের সাথে কোন প্রকার আলাপ-আলোচনা ছাড়াই পছন্দের লোকজনকে সংযুক্তি করে একটি কমিটি তৈরী করেন। বিদ্যুৎসাহী ও অভিভাবক সদস্যরাও জানেন না এবং তাদের স্বাক্ষর জাল করে তিনি একটি মনগড়া কমিটি শিক্ষা অফিসে জমা দিয়েছে। এসময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সাইফুল ইসলামসহ অভিভাবকবৃন্দ। বক্তারা বলেন, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কাজল জানান, কমিটির সাবেক সদস্যদের মিটিংয়ে উপস্থিত হবার জন্য বারবার তাগিদ দিলেও তারা আসেন নি। তারপরও নিরপেক্ষভাবে কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ: গাংনীর থানা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঝাড়– হাতে নারী-পুরুষের মানববন্ধন

আপলোড টাইম : ০৫:১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭

গাংনী অফিস: স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ তুলে গাংনী থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান কাজলের বিরুদ্ধে এলাকার নারী-পুরুষ ঝাড়– হাতে মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযোগে জানা গেছে, নিজের আত্বয়ী স্বজন দিয়ে মনগড়া ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন ভাবে চালাকি করে চলেছে। কোন সদস্যদের সাথে কোন প্রকার আলাপ-আলোচনা ছাড়াই পছন্দের লোকজনকে সংযুক্তি করে একটি কমিটি তৈরী করেন। বিদ্যুৎসাহী ও অভিভাবক সদস্যরাও জানেন না এবং তাদের স্বাক্ষর জাল করে তিনি একটি মনগড়া কমিটি শিক্ষা অফিসে জমা দিয়েছে। এসময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সাইফুল ইসলামসহ অভিভাবকবৃন্দ। বক্তারা বলেন, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কাজল জানান, কমিটির সাবেক সদস্যদের মিটিংয়ে উপস্থিত হবার জন্য বারবার তাগিদ দিলেও তারা আসেন নি। তারপরও নিরপেক্ষভাবে কমিটি গঠন করা হয়েছে।