ইপেপার । আজ সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কি মধু আছে বিএডিসির গোল আলুতে!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / ৮৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি খামারের গোল আলুর টেন্ডার নিয়ে তুলকালাম কান্ড ঘটেছে। টেন্ডারে অংশ নিয়ে ঠিকাদাররা বাজার মুল্য থেকে তিন চার গুন বেশি দর ফেলায় বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে। দোকানদার, ব্যবসায়ী এমনকি বিএডিসির কর্মকর্তারাও বলছেন “কি মধু আছে বিএডিসির আলুতে ? তা না হলে কাটা, ফাটা, বাঁকা, পোকায় খাওয়া ও আংশিক পঁচা আলুর দাম এতো নির্ধারণ করা হবে কেন? জানা গেছে, বাংলাদেশ কৃষিউন্নয়ন কর্পোরেশন বিএডিসির অর্ন্তভুক্ত পাঁচটি বীজ উৎপাদন খামার কুশাডাংগা, গৌকুলনগর  করিঞ্চা, মথুরানগর ও পাথিলা বীজ উৎপাদন খামারে বীজের জন্য আলু চাষ করা হয়। এই পাঁচ খামারের অবীজ হিসেবে কাটা, ফাঁটা ও পোকায় খাওয়া আলু ১৩ মার্চ কোটেশনের মাধ্যমে দরপত্র আহবান করা হয়। দরপত্রে অংশ নিয়ে কুশাডাঙ্গা খামারের আলু হামিদ ষ্টোরের মালিক আব্দুল হামিদ ৩৫.৫৬ টাকা দরে, গৌকুলনগর খামারের আলু দিপু ট্রেডার্সের মালিক আসাদুজ্জামান ৩৬.০০ টাকা, মথুরানগর খামারের আলু হামিদ ষ্টোর ৩৭.৩৭ টাকা, করিঞ্চা খামারের আলু হামিদ ষ্টোর ২৭.৮৭ টাকা ও পাথিলা খামারের  আলু ফরহাদ ষ্টোর ২৭.৫০ টাকা দরে কেনার জন্য টেন্ডারে দর নির্ধারন করে। টেন্ডার ড্রপিংয়ের শেষ দিন টেন্ডার বাক্স খুলে আলুর দর দেখে বিএডিসির কর্মকর্তারা হতভম্ব হয়ে যান। কারণ বাজারে গোল আলু যখন ১১ টাকা থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে, তখন দত্তনগর কৃষি ফার্মের কাটা, ফাটা আলুর এই দাম হবে কেন। বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দুই জন উপ-পরিচালক জানান, বীজ আলুর বাজার ২২ টাকা অথচ কাটা, ফাটা, বাঁকা, পোকায় খাওয়া, আংশিক পঁচা ও বীজের অনুপযোগী আলুর এই দাম দিয়ে ঠিকাদাররা খামার কর্তৃপক্ষকে বিব্রতকর অবস্থায় ফেলেছেন। তবে অন্য একটি সুত্র জানায়, ঠিকাদাররা কৃষি ফার্মের একটি চক্রের সাথে হাত করে ওজনের বেশি পরিমান গোল আলু হাতিয়ে নেওয়ার জন্যই এই পন্থা অবলম্বন করেছে। এ বিষয়ে কুশোডাঙ্গা বীজ উৎপাদন খামারে উপ-পরিচালক গোলক নাথ বনিক জানান, বেশি দর দেওয়ার অর্থ আমার জানা নেই। তবে সরকার এতে লাভবান হবে। তিনি জানান, ঠিকাদারদের বাঁকা পথে গোল আলু সরানোর কোন পথ নেই। আমরা উপস্থিত থেকেই আলু বিক্রি করবো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কি মধু আছে বিএডিসির গোল আলুতে!

আপলোড টাইম : ০৫:০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি খামারের গোল আলুর টেন্ডার নিয়ে তুলকালাম কান্ড ঘটেছে। টেন্ডারে অংশ নিয়ে ঠিকাদাররা বাজার মুল্য থেকে তিন চার গুন বেশি দর ফেলায় বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে। দোকানদার, ব্যবসায়ী এমনকি বিএডিসির কর্মকর্তারাও বলছেন “কি মধু আছে বিএডিসির আলুতে ? তা না হলে কাটা, ফাটা, বাঁকা, পোকায় খাওয়া ও আংশিক পঁচা আলুর দাম এতো নির্ধারণ করা হবে কেন? জানা গেছে, বাংলাদেশ কৃষিউন্নয়ন কর্পোরেশন বিএডিসির অর্ন্তভুক্ত পাঁচটি বীজ উৎপাদন খামার কুশাডাংগা, গৌকুলনগর  করিঞ্চা, মথুরানগর ও পাথিলা বীজ উৎপাদন খামারে বীজের জন্য আলু চাষ করা হয়। এই পাঁচ খামারের অবীজ হিসেবে কাটা, ফাঁটা ও পোকায় খাওয়া আলু ১৩ মার্চ কোটেশনের মাধ্যমে দরপত্র আহবান করা হয়। দরপত্রে অংশ নিয়ে কুশাডাঙ্গা খামারের আলু হামিদ ষ্টোরের মালিক আব্দুল হামিদ ৩৫.৫৬ টাকা দরে, গৌকুলনগর খামারের আলু দিপু ট্রেডার্সের মালিক আসাদুজ্জামান ৩৬.০০ টাকা, মথুরানগর খামারের আলু হামিদ ষ্টোর ৩৭.৩৭ টাকা, করিঞ্চা খামারের আলু হামিদ ষ্টোর ২৭.৮৭ টাকা ও পাথিলা খামারের  আলু ফরহাদ ষ্টোর ২৭.৫০ টাকা দরে কেনার জন্য টেন্ডারে দর নির্ধারন করে। টেন্ডার ড্রপিংয়ের শেষ দিন টেন্ডার বাক্স খুলে আলুর দর দেখে বিএডিসির কর্মকর্তারা হতভম্ব হয়ে যান। কারণ বাজারে গোল আলু যখন ১১ টাকা থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে, তখন দত্তনগর কৃষি ফার্মের কাটা, ফাটা আলুর এই দাম হবে কেন। বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দুই জন উপ-পরিচালক জানান, বীজ আলুর বাজার ২২ টাকা অথচ কাটা, ফাটা, বাঁকা, পোকায় খাওয়া, আংশিক পঁচা ও বীজের অনুপযোগী আলুর এই দাম দিয়ে ঠিকাদাররা খামার কর্তৃপক্ষকে বিব্রতকর অবস্থায় ফেলেছেন। তবে অন্য একটি সুত্র জানায়, ঠিকাদাররা কৃষি ফার্মের একটি চক্রের সাথে হাত করে ওজনের বেশি পরিমান গোল আলু হাতিয়ে নেওয়ার জন্যই এই পন্থা অবলম্বন করেছে। এ বিষয়ে কুশোডাঙ্গা বীজ উৎপাদন খামারে উপ-পরিচালক গোলক নাথ বনিক জানান, বেশি দর দেওয়ার অর্থ আমার জানা নেই। তবে সরকার এতে লাভবান হবে। তিনি জানান, ঠিকাদারদের বাঁকা পথে গোল আলু সরানোর কোন পথ নেই। আমরা উপস্থিত থেকেই আলু বিক্রি করবো।