ইপেপার । আজ মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গা গহেরপুরে বৈদ্যুতিক সার্কিটের আগুনে ২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত : শুধু পবিত্র কোরআন শরীফ পোড়েনি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / ৪৮৯ বার পড়া হয়েছে

আকিমূল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গহেরপুর গ্রামের নিয়ামত আলীর বাড়িতে বৈদ্যুতিক সার্কিটের দুই তারের সংস্পর্শে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জলন্ত আগুন ঘরের সব কিছু পুড়িয়ে দিলেও পোড়াতে পারেনি পবিত্র কোরআন শরীফ। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নিয়ামত আলীর নিজ ঘরের বৈদ্যুতিক মিটার থেকেই এই ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডে বাড়িতে বসবাসকারী মানুষগণ এবং একটি পবিত্র কোরআন শরীফ ছাড়া সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এমনকি বাচ্ছাদের পড়ার বই, খাবার চাউল, ঘরের টিনসহ মাটি পুড়ে গাড় লাল হবার দৃশ্য দেখা গেছে। ঘুমের ঘরে হঠাৎ ভোরে নিজ ঘরে আগুন লাগার দৃশ্য দেখার পর নিয়ামত আলী  চিৎকার দিলে স্থানীয়রা দৌড়ে আসলেও বিদ্যুৎ থাকাই কেউ পানি দিতে সক্ষম হতে না পারাই বেশি ক্ষতি সাধন হয়েছে। পরে  আরও সবাই দৌড়ে আসলে দেখতে পায় যে ঘরে থাকা সব কিছু পুড়ে ছাই হবার দৃশ্য। পরে দ্রুত মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সরোজগঞ্জ অফিসে ফোন দিলে সাথে সাথে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিলে স্থানীয়রা জলন্ত আগুন নিয়ন্ত্রন করে। অগ্নিকান্ডে নগত টাকাসহ আনুমানিক ২লক্ষ টাকার অধিক মালামালের ক্ষতির খবর পাওয়া গেছে। বর্তমানে চুয়াডাঙ্গা তিতুদহে আগুন প্রায়ই যেন ক্ষতির শনির দশা বিরাজ করছে। একমাসের মধ্য দুবার একই ইউনিয়নের খাসপাড়া গ্রামে  ১০ লাখ টাকার  অধিক ক্ষতিগ্রস্ত হবার পর এবার গহেরপুর গ্রামের হুজুর আলীর পুত্র  নিয়ামত আলীর কপাল পুড়লো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা গহেরপুরে বৈদ্যুতিক সার্কিটের আগুনে ২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত : শুধু পবিত্র কোরআন শরীফ পোড়েনি

আপলোড টাইম : ০৪:৪৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭

আকিমূল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গহেরপুর গ্রামের নিয়ামত আলীর বাড়িতে বৈদ্যুতিক সার্কিটের দুই তারের সংস্পর্শে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জলন্ত আগুন ঘরের সব কিছু পুড়িয়ে দিলেও পোড়াতে পারেনি পবিত্র কোরআন শরীফ। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নিয়ামত আলীর নিজ ঘরের বৈদ্যুতিক মিটার থেকেই এই ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডে বাড়িতে বসবাসকারী মানুষগণ এবং একটি পবিত্র কোরআন শরীফ ছাড়া সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এমনকি বাচ্ছাদের পড়ার বই, খাবার চাউল, ঘরের টিনসহ মাটি পুড়ে গাড় লাল হবার দৃশ্য দেখা গেছে। ঘুমের ঘরে হঠাৎ ভোরে নিজ ঘরে আগুন লাগার দৃশ্য দেখার পর নিয়ামত আলী  চিৎকার দিলে স্থানীয়রা দৌড়ে আসলেও বিদ্যুৎ থাকাই কেউ পানি দিতে সক্ষম হতে না পারাই বেশি ক্ষতি সাধন হয়েছে। পরে  আরও সবাই দৌড়ে আসলে দেখতে পায় যে ঘরে থাকা সব কিছু পুড়ে ছাই হবার দৃশ্য। পরে দ্রুত মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সরোজগঞ্জ অফিসে ফোন দিলে সাথে সাথে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিলে স্থানীয়রা জলন্ত আগুন নিয়ন্ত্রন করে। অগ্নিকান্ডে নগত টাকাসহ আনুমানিক ২লক্ষ টাকার অধিক মালামালের ক্ষতির খবর পাওয়া গেছে। বর্তমানে চুয়াডাঙ্গা তিতুদহে আগুন প্রায়ই যেন ক্ষতির শনির দশা বিরাজ করছে। একমাসের মধ্য দুবার একই ইউনিয়নের খাসপাড়া গ্রামে  ১০ লাখ টাকার  অধিক ক্ষতিগ্রস্ত হবার পর এবার গহেরপুর গ্রামের হুজুর আলীর পুত্র  নিয়ামত আলীর কপাল পুড়লো।