
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামে ট্রাক ভিড়িয়ে গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে বেলগাছি বাজারপাড়ার মুদি ব্যবসায়ী বিল্লালের বাড়ি থেকে চোর চক্র একটি গরু চুরি করে নিয়ে যায়। এদিকে জরুরি নম্বর ৯৯৯ এ ফোন দিলে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
জানা গেছে, মুদি দোকানদার বিল্লাল হোসেন রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ৩টার দিকে তার গোয়ালঘর থেকে বিভিন্ন শব্দ পান। শব্দ শুনে তিনি দ্রুত উঠে গোয়াল ঘরের দিকে গেলে চোর চক্রকে গরুটি টেনে বের করতে দেখেন। এসময় তিনি চিৎকার শুরু করলে চোর চক্রটি গোয়ালের দুটি গরু ট্রাকে উঠিয়ে পালিয়ে যায়। উপায় না পেয়ে তিনি দ্রুত জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। এদিকে খোলা ট্রাকে করে গরু নিয়ে পালানো সময় ট্রাক থেকে ১টি গরু নিচে পড়ে যায়।
মুদি দোকানদার বিল্লাল হোসেন বলেন, ‘রাতে গোয়ালে শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখি একটি চোরের দল গরু টেনে নিয়ে যাচ্ছে। আমি কিছু বুঝে ওঠার পূর্বেই তারা ট্রাকে গরু তুলে নিয়ে পালিয়ে যায়। এসময় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ আমার বাড়িতে আসে। চোরেরা দুটি ট্রাকে তুললেও একটি গরু ট্রাক থেকে লাফিয়ে নিচে পড়ে যায়। চুরি যাওয়া গরুটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা হবে।’