মহান স্বাধীনতা দিবস উপলক্ষে :দর্শনা পৌরসভায় প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ০৫:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
- / ৩৭৭ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু। এসময় তিনি দিনটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে সকলের প্রতি উদ্বাত্ব আহবান জানান। সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, দর্শনা সরকারী কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, সাবেক উপাধ্যক্ষ মোশারফ হোসেন, পৌর মুক্তিযুদ্ধ সংগঠনের কমান্ডার জাহাঙ্গীর আলম, দর্শনা বিজিবি ক্যাম্পের সুবেদার তোফাজ্জেল হোসেন, কেরুজ ডিস্টিলারী বিভাগের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক খালেকুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধথা রুস্তম আলী, লিয়াকত আলী, নজরুল ইসলাম, গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, দর্শনা পৌর আ’লীগের সিনিয়র সভাপতি আমির হোসেন, রবিউল ইসলাম, হুমায়ন কবির, আবু জাফর, হাজী হারুনার রশিদ, শফিউল আলম, আনোয়ার হোসেন, মুকুল মিয়াজী, জয়নাল আবেদিন নফর, ফয়সাল, মমিনুল প্রমূখ।