শিরোনাম:
চুয়াডাঙ্গায় তথ্য অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৫:৫৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
- / ৪৫৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা তথ্য অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবপ্রসাদ পাল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম প্রমূখ। এছাড়া, তথ্য অধিকার উপদেষ্টা কমিটির সভায় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ জেলা প্রশাসনের অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যাগ :