গাংনী উপজেলা পরিষদ মার্কেটে দেওয়াল কেটে : স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালামাল চুরি
- আপলোড টাইম : ০৫:৪৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
- / ৩৮৪ বার পড়া হয়েছে
গাংনী অফিস: একটি নয় দুটি দেওয়াল কেটে চুরি করেছে স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালামাল। গাংনীর উপজেলা পরিষদ মার্কেটে রোববার রাতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রথমে তৌহিদ আটের দেয়াল কেটে ভিতরে ঢোকে। পরে দেবী জুয়েলার্সের দেয়াল কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার হাতিয়ে নেয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) এস এম জামাল আহম্মেদ ও মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তৌহিদ আর্টের সত্ত্বাধিকারী তৌহিদ জানান, সোমবার সকালে এসে দোকানের সার্টার খুলে ঘরের মালামাল এলোমেলো দেখতে পান। পরে দেখেন যে, দোকানের দেয়াল কেটে টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ ৫ হাজার টাকা চুরি করেছে চোরেরা। এদিকে দোকানের ভেতরের দেয়াল কেটে সংগবদ্ধ চোরেরা দেবী জুয়েলার্সে প্রবেশ করে। তারা দোকানের ভল্ট ভেঙ্গে ১২ ভরি স্বর্ণালংকার, ২০ ভরি রুপার গহনা ও নগদ একলাখ টাকা লুট করে বলে দাবী করেছেন জুয়েলার্সের সত্ত্বাধিকারী দশোরথ কর্মকার। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত করে চোরদেরকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, উপজেলা বছর খানেক আগে একই দোকানের ভেন্টিলেটার ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। উপজেলা পরিষদ মার্কেটে এ চুরির ঘটনায় ভাবিয়ে তুলেছে।