চুয়াডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় : গ্রাম্য চিকিৎসকের বিরুদ্ধে মামলা
- আপলোড টাইম : ০৫:৩৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
- / ৩৭৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার কোটালি গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রাম্য চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে পল্লিচিকিৎসক ফরজন ওরফে আইতুলের বিরুদ্ধে মামলা করেছেন। চুয়াডাঙ্গা সদর থানায় করা মামলার এজাহারে গৃহবধূ উল্লেখ করেন, গত রোববার সকালে ৯টার দিকে তিনি পেট ব্যথার কারনে চিকিৎসা নিতে গ্রামের চিকিৎসক ফরজনের বাড়িতে যান। ফরজন তাঁকে চিকিৎসা দেওয়ার জন্য ঘরের ভেতরে ডাকেন। ঘটনার সময় ওই বাড়িতে আর কেউ ছিলো না। এ সুযোগে চিকিৎসক ফরজন তাঁকে ধর্ষণ করেন। গৃহবধূর স্বামী বলেন, প্রতিবেশীরা তাঁর স্ত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সহযোগিতায় ধর্ষণ মামলা করা হয়েছে। সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) আমির আব্বাস বলেন, গ্রাম্য চিকিৎসক ফরজন পলাতক রয়েছেন। দ্রুত তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।