জীবননগরে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় : কাজল-রেখা জুটি আটক : অবশেষে বিয়ে
- আপলোড টাইম : ০৫:২৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
- / ৪৫৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগরের পৌর যুবলীগ নেতা কাজলের অনৈতিক কান্ডে সবাই হতবাক হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার রাত ৮টায় জীবননগর শহরের শাপলাকলিপাড়ায় ২ সন্তানের জননীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয় এবং অবশেষে গতরাতেই স্থানীয়রা বিয়ে পড়িয়ে দেয়। জানা যায়, জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের সিরাজের মেয়ে ২সন্তানের জননী রেখা (৩৫) দির্ঘ দিন গ্রাম ছেড়ে জীবননগর শাপলা কলি পাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করে সেই সুত্রে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনী পুর গ্রামের সোনামিয়ার ছেলে বর্তমান জীবননগর পৌর যুবলীগ নেতা কাজলের সাথে শাপলাকলিপাড়ায় আলাপ হয়। সেই থেকে তাদের দুই জনের মধ্যে মন দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি হয়। একপর্যায় যুবলীগ নেতা তাকে বিয়ে করবে বলে, তার বাড়িতে প্রতিনিয়িত যাতায়াত করতো। তাছাড়া যুবলীগ নেতা কাজলের সাথে তার সম্পর্কের কথা জানতে চাইলে রেখা বলে কাজল তার স্বামী হয়। অথচ তারা স্বামী স্ত্রী ছিলো না। এর আগেও জীবননগর পৌরসভার লক্ষীপুর গ্রামে একটি ভাড়া বাড়িতে রেখার সাথে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয় সেখান থেকে স্বামী স্ত্রীর সর্ম্পকের কথা বলে রক্ষা পায় যুবলীগ নেতা কাজল, নারীসহ জনতার হাতে আটকের ঘটনায় এটি জীবননগর শহরের টক অব দ্য টাউনে পরিনত হয়। জানা গেছে, যুবলীগ নেতা কাজলকে মোটা অংকের টাকার বিনিময়ে ছাড়াতে ব্যর্থ হয়। অবশেষে শাপলাকলিপাড়ায় রাতেই কাজী ডেকে ৭০হাজার টাকা দেনমোহর করে কাজল-রেখা জুটিকে বিয়ে পড়িয়ে দিয়েছে স্থানীয়রা।