দর্শনায় ট্রেনে মিলল ১৪ লাখ টাকার হেরোইন

সমীকরণ প্রতিবেদন:

দর্শনা হল্ট স্টেশনে দাঁড়ানো মহানন্দা এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে ১৪ লাখ টাকার হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার দুপুরে এ হেরোইনের চালান জব্দ করা হয়।

দর্শনা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ও টহল কমান্ডার নওশের আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে দর্শনা হল্ট স্টেশনে অবস্থান নেওয়া হয়। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে থামলে তল্লাশি করে ট্রেনের একটি বগিতে মালিকবিহীন একটি ব্যাগ পাওয়া যায়। পরে উপস্থিত জনগণের সামনে ব্যাগ খুলে ৭ শ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এর বাজার মূল্য আনুমানিক ১৪ লাখ টাকা হতে পারে বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬-বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেরোইন জব্দের ঘটনায় সুবদোর মো. নওশের আলী দর্শনা থানায় জিডি করেছেন। জব্দ হেরোইন ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।