দামুড়হুদায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনি ম্যাচের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১১:০০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬
- / ৪৭৩ বার পড়া হয়েছে
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২৫শে আগষ্ট ফুটবল টুর্নামেন্টে উদ্ধোধনি খেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় দামুড়হুদা ষ্ঠেডিয়াম মাঠে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টে কমিটির উপদেষ্টা দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে ব্যাপক আলোচনা করেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম নুরুন্নবী। এসময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, উপদেষ্টা দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, দামুড়হুদা উপজেলা আঃ লীগের প্রচার সম্পাদক আঃ জব্বার, দামুড়হুদা ইউপির সদস্য প্যানেল চেয়ারম্যান আবু সাইদ, সাবেক ফুটবলার আলী কদর, শরিফ উদ্দীন, আঃ রহিম, আনছার ফারুক, জসিম উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন, মালিক, জাকির হোসেন, সন্টু, শওকত আলী, আঃ রশিদ প্রমুখ। আলোচনা সভায় খেলা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে ৬টি উপ-কমিটি গঠন করা হয় ও উদ্বোধনী খেলা ২৫ আগস্ট চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ একাদশ ও দামুড়হুদা স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।