ইপেপার । আজ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গার হাউসপুর-বেলগাছি রাস্তার বেহালদশা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / ৪১০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার হাউসপুর রাস্তার বেহাল দশা। যানবাহনের চাপের কারণে দুই পাড়ে পুকুর থাকায় রাস্তার মাটি ভেঙ্গে যাওয়ায় চলাচলের জন্য অনুপযোগি হয়ে পড়েছে। প্রতিদিনই দুঘটনার কবলে পড়ছে যাত্রী ভ্যান,আলমসাধূ আবারো কখনো দেখা যায় ট্রাক ভর্তি মালামাল সহ পুকুরের মধ্যে। দীর্ঘদিন যাবৎ রাস্তার দুই পাশের পুুকুরে বাধ না দেওয়ায় এবং যানবহনের চাপের কারণে অচিরে রাস্তার ইট ও মাটি ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এরই কারণে আলমডাঙ্গার বেলগাছি, ঘোলদাড়ি ও খাসকররার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট এলজিইডির আওতায় রাস্তা হলেও তাদের কোন অগ্রগতি না থাকার প্রেক্ষিতে বিভিন্ন সময় স্থানীয়রা সংস্কার কাজ করলেও তা সাময়িক ভালো থাকে। কিন্তু সপ্তাহ না যেতেই ভেঙ্গে পূর্ব রুপ ফিরে পায়। রাস্তাটি পৌরসভার ভিতর আংশিক বাকি বেলগাছি ইউনিয়ন পরিষদের আওতাধিন। এলজিডি কর্তৃপক্ষের কাছে জানালে তারা পৌরসভার কথা বলেন। আবার পৌরসভাকে বললে তারা এলজিইডির কথা বলেন। ২ কর্তৃপক্ষের টানাটানিতে সাধারন মানুষ পড়েছে বিপাকে। এ বিষয়ে অত্র অঞ্চলের মানুষ হাউসপুর  রাস্তার ৫০মিটার বড় গর্তের সংস্কারের বিষয়ে উভয় কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার হাউসপুর-বেলগাছি রাস্তার বেহালদশা!

আপলোড টাইম : ০৪:৩৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার হাউসপুর রাস্তার বেহাল দশা। যানবাহনের চাপের কারণে দুই পাড়ে পুকুর থাকায় রাস্তার মাটি ভেঙ্গে যাওয়ায় চলাচলের জন্য অনুপযোগি হয়ে পড়েছে। প্রতিদিনই দুঘটনার কবলে পড়ছে যাত্রী ভ্যান,আলমসাধূ আবারো কখনো দেখা যায় ট্রাক ভর্তি মালামাল সহ পুকুরের মধ্যে। দীর্ঘদিন যাবৎ রাস্তার দুই পাশের পুুকুরে বাধ না দেওয়ায় এবং যানবহনের চাপের কারণে অচিরে রাস্তার ইট ও মাটি ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এরই কারণে আলমডাঙ্গার বেলগাছি, ঘোলদাড়ি ও খাসকররার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট এলজিইডির আওতায় রাস্তা হলেও তাদের কোন অগ্রগতি না থাকার প্রেক্ষিতে বিভিন্ন সময় স্থানীয়রা সংস্কার কাজ করলেও তা সাময়িক ভালো থাকে। কিন্তু সপ্তাহ না যেতেই ভেঙ্গে পূর্ব রুপ ফিরে পায়। রাস্তাটি পৌরসভার ভিতর আংশিক বাকি বেলগাছি ইউনিয়ন পরিষদের আওতাধিন। এলজিডি কর্তৃপক্ষের কাছে জানালে তারা পৌরসভার কথা বলেন। আবার পৌরসভাকে বললে তারা এলজিইডির কথা বলেন। ২ কর্তৃপক্ষের টানাটানিতে সাধারন মানুষ পড়েছে বিপাকে। এ বিষয়ে অত্র অঞ্চলের মানুষ হাউসপুর  রাস্তার ৫০মিটার বড় গর্তের সংস্কারের বিষয়ে উভয় কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।