ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সাপের শরীরে ফেসবুকের ইমোজি!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / ৪৮৪ বার পড়া হয়েছে

snake120170312141402

প্রযুক্তি ডেস্ক: সাপের শরীরের ছোপ ছোপ দাগ কেমন হবে, তা সাপের প্রজাতি অনুযায়ী সাধারণত প্রাকৃতিকভাবে নির্ধারিত। তবে সম্প্রতি জাস্টিন কোবাইলকা নামের একটি ব্যক্তি গবেষণাগারে নিজস্ব পছন্দের সুনির্দিষ্ট ছোপের সাপের জন্ম দিয়েছেন। মানুষের পছন্দে সুনির্দিষ্ট ছোপের সাপের জন্মগ্রহণের ঘটনা বিশ্বে এটাই প্রথম। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এই গবেষক ফেসবুকের ইমোজি আদলে ছোপযুক্ত অজগর সাপের জন্ম দিয়েছেন। দীর্ঘ আট বছর ধরে তিনি লাভেনডার আলবিনো বল প্রজাতির অজগর সাপের প্রজনন ঘটিয়েছেন কৃত্রিম নির্বাচনের মাধ্যমে নিজের পছন্দের ইমোজি আদলের ছোপযুক্ত সাপটির জন্মগ্রহণ হওয়া পর্যন্ত। অবশেষে সফলতার মুখ দেখেছেন। সাধারণ লাভেনডার আলবিনো বল প্রজাতির অজগরের মূল্য ৪০ ডলার হয়ে থাকে। তবে নতুন এই সুনির্দিষ্ট ইমোজি ছোপের লাভেনডার আলবিনো বল অজগরটির মূল্য অন্তত ৪৫০০ মার্কিন ডলারের হবে বলে তিনি প্রত্যাশা করেছেন। তবে তিনি এটি বিক্রি করবেন না বলে জানিয়েছেন। নতুন বৈশিষ্ট্যের প্রজাতি সৃষ্টির ক্ষেত্রে ডিএনএ-তে মিউটেশন এবং বার বার বংশবিস্তারের মাধ্যমে বিশ্বে অনেক আগে থেকেই কৃত্রিম নির্বাচনের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যে সৃষ্টির পদ্ধতি প্রচলিত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

সাপের শরীরে ফেসবুকের ইমোজি!

আপলোড টাইম : ০৪:২৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭

snake120170312141402

প্রযুক্তি ডেস্ক: সাপের শরীরের ছোপ ছোপ দাগ কেমন হবে, তা সাপের প্রজাতি অনুযায়ী সাধারণত প্রাকৃতিকভাবে নির্ধারিত। তবে সম্প্রতি জাস্টিন কোবাইলকা নামের একটি ব্যক্তি গবেষণাগারে নিজস্ব পছন্দের সুনির্দিষ্ট ছোপের সাপের জন্ম দিয়েছেন। মানুষের পছন্দে সুনির্দিষ্ট ছোপের সাপের জন্মগ্রহণের ঘটনা বিশ্বে এটাই প্রথম। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এই গবেষক ফেসবুকের ইমোজি আদলে ছোপযুক্ত অজগর সাপের জন্ম দিয়েছেন। দীর্ঘ আট বছর ধরে তিনি লাভেনডার আলবিনো বল প্রজাতির অজগর সাপের প্রজনন ঘটিয়েছেন কৃত্রিম নির্বাচনের মাধ্যমে নিজের পছন্দের ইমোজি আদলের ছোপযুক্ত সাপটির জন্মগ্রহণ হওয়া পর্যন্ত। অবশেষে সফলতার মুখ দেখেছেন। সাধারণ লাভেনডার আলবিনো বল প্রজাতির অজগরের মূল্য ৪০ ডলার হয়ে থাকে। তবে নতুন এই সুনির্দিষ্ট ইমোজি ছোপের লাভেনডার আলবিনো বল অজগরটির মূল্য অন্তত ৪৫০০ মার্কিন ডলারের হবে বলে তিনি প্রত্যাশা করেছেন। তবে তিনি এটি বিক্রি করবেন না বলে জানিয়েছেন। নতুন বৈশিষ্ট্যের প্রজাতি সৃষ্টির ক্ষেত্রে ডিএনএ-তে মিউটেশন এবং বার বার বংশবিস্তারের মাধ্যমে বিশ্বে অনেক আগে থেকেই কৃত্রিম নির্বাচনের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যে সৃষ্টির পদ্ধতি প্রচলিত রয়েছে।