ইপেপার । আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

মুন্সিগঞ্জ গড়গড়ি গ্রামে সরকারি জমিতে ঘর নির্মাণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭
  • / ৪০৬ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতনিধি: আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুর রহমান লিখিতভাবে উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসকে অবহিত করে একটি পত্র দিয়েছেন। পত্রে তিনি উল্লেখ করেন, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারি সজল হোসেন গড়গড়ি আবাসন প্রকল্প পরিদর্শনে গেলে দেখতে পায় আবাসন প্রকল্পের নিকট গড়গড়ি গ্রামের মৃত আজিবার রহমানের ছেলে হানেফ আলী সরকারি জায়গার উপর দেয়াল নির্মাণ করে উপড়ে টিন দিয়ে ঘর নির্মাণ করেছে। এ ব্যাপারে উক্ত ঘর অপসারেনের জন্য তাকে বার বার নেটিশ দিলেও ঘর অপসার না করে আমাদেরকেই হুমকি দিচ্ছে। এ ব্যপারে সরেজমিনে তদন্ত করে তাকে পুনরায় অনুরোধ করলে সে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে গালি গালাজ করে। এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুর রহমান উল্লেখিত তফসিল বর্ণিত জায়গা মৌজা- ৮৫ নং গড়গড়ি, খতিয়ান- ০৬, দাগ নং- ১৫৮০ জমি- ৩.৮৭ শতক, শ্রেণী সরকারি রাস্তা। উল্লেখিত সরকারি জায়গা থেকে অবৈধভাবে নির্মাণাধীন ঘর অপসারনের জন্য উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসকে অবহিত করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মুন্সিগঞ্জ গড়গড়ি গ্রামে সরকারি জমিতে ঘর নির্মাণ

আপলোড টাইম : ০৪:৪৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭

মুন্সিগঞ্জ প্রতনিধি: আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুর রহমান লিখিতভাবে উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসকে অবহিত করে একটি পত্র দিয়েছেন। পত্রে তিনি উল্লেখ করেন, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারি সজল হোসেন গড়গড়ি আবাসন প্রকল্প পরিদর্শনে গেলে দেখতে পায় আবাসন প্রকল্পের নিকট গড়গড়ি গ্রামের মৃত আজিবার রহমানের ছেলে হানেফ আলী সরকারি জায়গার উপর দেয়াল নির্মাণ করে উপড়ে টিন দিয়ে ঘর নির্মাণ করেছে। এ ব্যাপারে উক্ত ঘর অপসারেনের জন্য তাকে বার বার নেটিশ দিলেও ঘর অপসার না করে আমাদেরকেই হুমকি দিচ্ছে। এ ব্যপারে সরেজমিনে তদন্ত করে তাকে পুনরায় অনুরোধ করলে সে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে গালি গালাজ করে। এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুর রহমান উল্লেখিত তফসিল বর্ণিত জায়গা মৌজা- ৮৫ নং গড়গড়ি, খতিয়ান- ০৬, দাগ নং- ১৫৮০ জমি- ৩.৮৭ শতক, শ্রেণী সরকারি রাস্তা। উল্লেখিত সরকারি জায়গা থেকে অবৈধভাবে নির্মাণাধীন ঘর অপসারনের জন্য উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসকে অবহিত করা হয়েছে।