চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ছাত্রদলের বিএনপির বিক্ষোভ মিছিল
- আপলোড টাইম : ০৪:৪৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭
- / ৩৭৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার আদালতে মিথ্যা মামলায় চার্জশীট দাখিলের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল বিকাল ৪টায় জেলা বিএনপি’র কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কেন্দারগঞ্জ দলীয় কার্যালয়ে ফিরে এসে পরবর্তী সমাবেশে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদালের অন্যতম সদস্য সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ব মো: শাহাজান খান, প্রধান অতিথি উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র অন্যতম সদস্য মো: হাজী রবিউল ইসলাম বাবলু তিনি বলেন এই অবৈধ সরকারের সাজানো ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ছাত্র সমাজ মানে না। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হুলে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল। উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নেতা নাসিমুজ্জামান সোহাগ, রনি, মাহাবুব, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের নেতা মাবুদ, নিজাম, রবিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের নেতা সজিব, মিজান, শুকুর ও পৌর ছাত্রদলের নেতা সাইমুম, সুজন, রিয়াদ, জজসহ ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছে, ঝিনাইদহে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশীট প্রদানের প্রতিবাদে পুলিশ প্রহরায় সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে তারা পুলিশ প্রহরায় সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফ মাহমুদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা বলেন গণতন্ত্রের নামে দেশ আজ স্বৈরাচারি শাসন চলছে। বিএনপি ও এর অংগ সংগঠনের গণতান্ত্রিক কর্মসূচীতে পুলিশ বাঁধা দিচ্ছে। বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় দেয়া চার্জশীট প্রত্যাহার ও দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানান।