গাংনীতে পিস্তলসহ হত্যা মামলার আসামি আটক
- আপলোড টাইম : ০৪:৪৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭
- / ৪৮১ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী থেকে মজনু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে রিভালভারসহ আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানখোলা মাঠের সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক মজনু মিয়া আড়পাড়া গ্রামের মৃত লাল চাঁদ আলীর ছেলে। গাংনীর থানাপাড়ার ইটভাটা মালিক খোকন হত্যা মামলার আসামি সে। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মজনু মিয়া অস্ত্র নিয়ে গাংনী-ধানখোলা সড়ক দিয়ে বাইসাইকেলযোগে নিজ গ্রামের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গাংনী থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি রিভালভার উদ্ধার করা হয়েছে। গাংনীর আলোচিত ইটভাটা মালিক খোকন হত্যা মামলার অন্যতম আসামি মজনু মিয়া। এ ছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। তার জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। তবে হত্যা মামলায় জামিনে রয়েছে মজনু মিয়া।